Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রনির মনোনয়ন বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:০৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র (পটুয়াখালী -৩) বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী।

রবিবার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়।

মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী শাহজাহান খান ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট তিনজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিল। এই আসনে মোট সাত প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তাদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

Bootstrap Image Preview