Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালমান আর সালমার আসনে বিএনপির ২ প্রার্থীরই মনোনয়ন বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন যাচাই-বাছাই চলছে। অাজ রবিবার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

সেখানে ঢাকা-১ আসনে দাখিল করা বিএনপির দুই প্রার্থীর মনোনয়নই বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি।

তবে এখানে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা ও বর্তমান এমপি সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সকাল ৯টা থেকে এ যাচাই-বাচাই শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।


সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান মনোনয়ন যাচাই-বাছাই শেষে সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই বাছাইয়ের সময় সালমা ইসলামের পক্ষে যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আমরা জনগণের জন্য ভোট করছি। নির্বাচনে জয়ী হলে এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

এক প্রশ্নের জবাবে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নবাবগঞ্জ ও দোহারে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে আমরা জয়ী হলে তা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, আমরা ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তবে প্রধানমন্ত্রীর ছায়া আমাদের ওপরও আছে। উনি আমাদের প্রার্থী হতে বারণ করেননি।

সালমা ইসলাম যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক।দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ইউনুস আলী।

Bootstrap Image Preview