Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট-৩: কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: 
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) বিএনপির মনোনয়ন পাওয়ায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

রবিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোননপত্র বাছাই শুরু হয়। এ সময় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এফিডেভিটে স্বাক্ষর না থাকায় আব্দুল কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনে কাইয়ুম চৌধুরী ছাড়াও বিএনপি অন্যান্য মনোনয়নপ্রাপ্তরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাদের ৪ জনকেই মনোনয়নের চিঠি দেওয়া হয়।

Bootstrap Image Preview