Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে মিরপুরের উইকেটে দাঁড়াতে পারছে না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview


মিরপুরের উইকেট অক্টোপাসের মত রঙ বদলায় এটা নতুন কিছু নয়। সুনাম -বদনাম দুইটাই আছে। কখন কোন ধরনের আচরণ করবে সেটা বুঝে উঠার আগেই সব শেষ হয়ে যায়।তার  জ্বলন্ত উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং ধ্বস। 

যে উইকেটে বাংলাদেশের এক সেঞ্চুরি সহ তিন হাফ-সেঞ্চুরি সেই উইকেটে ১১১ রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।শুধুই কি তাই, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে একই অবস্থা। হঠাৎ কি এমন হলো? যার কোন ব্যখ্যা হয়তো খুঁজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। 

মিরপুরের টেস্ট খেলার ইতিহাসে এটি তাদের  সব থেকে বাজে  অভিজ্ঞতা হলো। যা ছাড়িয়ে গেল টাইগারদের বিপক্ষে সব থেকে কম রানে আউট হওয়ার রেকর্ড। আর এই ইতিহাস গড়ার জন্য অবদান মিরপুরের এই উইকেটের।

টেস্ট ক্রিকেটে পঞ্চম দিনের কথা না হয় বাদই দিলাম। তৃতীয় ও চতুর্থ দিনেই উইকেটের বেহাল দশ হয়ে যায়। সেই উইকেটে ব্যাটিং করা যেকোন দেশের ব্যাটসম্যানের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। উইকেটের অদ্ভুত আচরণের জন্য মিপুরের উইকেট কুখ্যাঁত। সে কথা আগেই বলেছি।এই উইকেটে প্রথম দুই দিন ব্যাটিং করা গেলেও শেষের তিন দিন ব্যাটসম্যানদের জন্য অগ্নিপরীক্ষা সামিল হয়ে যায়। 
 
ব্যাটসম্যান বলের গতিবিধি  ঠিক ভাবে বুঝে উঠতে পারে না। স্পিন বোলিংদের বল অস্বাভাবিক মাত্রায় টার্ন করতে থাকে। 
কোন বল লো হবে কোন বল হাই হবে সেটা ব্যাটসম্যানদের পক্ষে বুঝে উঠা যেন দুঃস্বপ্ন। মাঝে মাঝে স্পিন বল না ঘুরে সোজাসুজি চলে আসে। সেই ক্ষেত্রে একজন ব্যাটসম্যানের আর কিছুই করার থাকে না। কঠিন এই চ্যালেঞ্জ নিতে না পেরে অবশেষে হার মেনে ফিরে আসতে হয় সাজ ঘরে।
 

Bootstrap Image Preview