Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরছেন মাশরাফি-তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের আগে একমাত্র অনুশীলন ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর বিকেএসপিতে অনুষ্ঠিতব্য ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি ছাড়াও দলে  অন্য সদস্যরা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

এশিয়া কাপে হাতের ইনজুরিতে পড়ার পর থেকেই দলের বাইরে আছেন তামিম। এই প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারো ২২ গজে ফিরতে যাচ্ছেন তিনি।

আগামী ৯ ডিসেম্বর ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে তিন ওয়ানডে সিরিজ। ১১ ডিসেম্বর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ১৪ ডিসেম্বর তৃতীয় ও শেষটি হবে সিলেটে।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজের প্রথমটি হবে সিলেটে এবং পরের দু’টি হবে ঢাকায়।

Bootstrap Image Preview