Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসন বণ্টন চূড়ান্ত করতে সন্ধ্যায় বৈঠকে বসছে ২০ দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন চূড়ান্ত করতে সন্ধ্যায় বৈঠকে বসছে ২০-দলীয় (সম্প্রসারিত ২৩ দল) জোট।

আজ রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

কোন দল কত আসনে জোটের মনোনয়ন পাবে, আজই সেটি চূড়ান্ত হবে বলে জানা গেছে। জোটের নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হবে।

জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম জানান, আজকের বৈঠকেই জোটের আসন বণ্টনের বিষয়টির সুরাহা হতে পারে। এর বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।

আসন ভাগাভাগি নিয়ে জোটের শরিকদের সঙ্গে বিএনপির এখনও কোনো সমঝোতা হয়নি। শরিকদের মধ্যে নিবন্ধিত দলগুলো তাদের দলীয় প্রতীকে প্রার্থিতা জমা দিয়েছে। যেসব দলের নিবন্ধন নেই, সেগুলো ধানের শীষের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে।

বিএনপি চাইছে-২০ দলকে ৩০-৩৫ আসন দিয়ে সন্তুষ্ট রাখতে। কিন্তু ২০ দলের শরিকদের চাহিদা ৪৫-৫০ আসন।

আওয়ামী লীগ শরিকদের ৭০ আসনে ছাড় দেয়ায় বিএনপি শরিকদের চাহিদাও বড় হয়েছে। বিএনপি শুরুতে ২০ দলকে ৪০ আসনে ছাড় দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত কত আসনে জোটের শরিকরা পায় সেটিই আজ নির্ধারিত হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২৩ দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview