Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরাজের বোলিং ঝড়ে ক্যারিবিয়ানদের ৮ উইকেট শেষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ AM

bdmorning Image Preview


টাইগারদের দেওয়া ৫০৮ রানের লক্ষে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে ক্যারিবিয়ানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৮ উইকেটে ১০০ রান।
উইকেট নিয়েছেনঃ সাকিব(২) ও মিরাজ(৬)টি।

সকালের শুরুতে মিরাজের তিন উইকেটঃ  ৫ উইকেট হাতে নিয়ে  সকালের শুরুতে ব্যাটিং করতে নামলে মিরাজের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবিয়ান শিবির।একের পর এক আঘাত হানতে থাকে মিরাজ। তাঁর অফস্পিনের এই ঘূর্ণি পাকে পড়ে অসহায় ভাবে উইকেট বিলিয়ে দিতে থাকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ঝটপট তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধ্বস নামিয়ে দেন।

আবারো উইকেট ভাঙলেন মিরাজঃ শেষ বিকালেই যেন ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হওয়ার অবস্থা। একের পর এক আঘাত করেই যাচ্ছেন মিরাজ ও সাকিব। ১২ ওভারের মাথায় আবারো উইকেট ভাঙেন মিরাজ। এটি ছিলো তাঁর তিন নম্বর উইকেট। 

চতুর্থ নম্বর উইকেট নিলেন মিরাজঃ কোন পাত্তাই পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। সাকিব ও মিরাজের কাছে যেন অসহায় হয়ে পড়েছে। ১০ ওভারের মাথায় চেসের উইকেট উড়িয়ে দেন মিরাজ। পরপর চার উইকেট হারিয়ে কোঠিন চাপে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় উইকেট ভাঙলেন সাকিবঃ বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন সেটা প্রথম ওভার দেখেই বুঝা গিয়েছে। নিজের ৫ ওভারের মাথায় আম্ব্রিসের উইকেট ভেঙে খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দেন। তখন ক্যারিবিয়ানদের স্কোরে যোগ হয়েছে মাত্র ১৭ রান।

সাকিবের পর মিরাজের আঘাতঃ সাকিবের উইকেটের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে পাওলের উইকেট ভেঙে বসেন মিরাজ। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

শুরুতেই সাকিবের আঘাতঃ পেসারহীন দলের প্রথম ওভার বোলিং করতে আসেন ক্যাপ্টেন সাকিব নিজেই। নতুন বলে স্পিন ঘূর্ণিতে ঝলক দেখালেন ক্যাপ্টেন। ওভারের শেষ বলে উড়িয়ে দিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানের উইকেট।

টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

Bootstrap Image Preview