Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ জানালেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, আমার বয়স ৮০ বছর। আমার সমবয়সী যাঁরা বঙ্গবন্ধুর কেবিনেটে ছিলেন, তাঁদের মধ্যে শেষ ব্যক্তি আমিই বেঁচে আছি। এই বয়সে ভোটের মাঠে ছোটাছুটির মতো শারীরীক অবস্থা আমার নেই।

শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ড. কামাল হোসেন।

তিনি বলেন, প্রার্থী হিসেবে ভোটের মাঠে না থাকলেও নির্বাচনে জোটের প্রার্থীদের সঙ্গে থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচন না করাটা আমার আজকের সিদ্ধান্ত না। ২০০৮ সালের নির্বাচনেও আমি প্রার্থী হইনি। তবে এবার প্রার্থী না হলেও আমি আমার কাজ থেকে সরে যাচ্ছি না।

৩০ ডিসেম্বর নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট সতর্ক ও সংঘবদ্ধ থাকবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় নেওয়া হয়েছে রাজধানীর পুরানা পল্টনের জামাল টাওয়ারের চতুর্থ তলায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, রেজা কিবরিয়া প্রমুখ।

Bootstrap Image Preview