Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাল্টা প্রতিশোধ নেওয়ার কথা সাকিব দলের সবাইকে বলেছিলেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


'যখন টেস্ট সিরিজটা শুরু হয়, তখন সাকিব একটা কথা বলেছিল। আমার মনে হয় এটা আমাদের মনে রাখা উচিত, ওখানে (ওয়েস্ট ইন্ডিজ) আমরা কিভাবে হেরেছিলাম। ওই হার দুটো মনে রাখলে, এখানে আমরা মোটিভেট হতে পারবো। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় সাকিবের এই বক্তব্য সবাইকে মোটিভেট করেছে। হারটা যদি আপনি সহজেই ভুলে যান তো ইউ ওয়ান্ট লার্ন। সাকিবের এই কথাটা ভালো একটা মেসেজ ছিল। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এই কথাগুলো দলকে মোটিভেট করেছে।' ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই কথা গুলো বললেন টাইগার দলের প্রথম ইনিংসের এক মাত্র সেঞ্চুরি করা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরেই ক্যারিবিয়ানদের  ঘরের মাঠে নির্মম ভাবে হেরেছিলো বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে করেছিলো সর্বনিন্ম রান। সেই লজ্জা, সেই কষ্ট এখনো ভুলতে পারেনি টাইগাররা। তাই তো পাল্টা প্রতিশোধ নিয়ে বদ্ধপরিকর। ঘরের মাঠে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। তাই কোন ভাবেই হাত ছাড়া করতে নারাজ সাকিবরা। তাই সিরিজ শুরুর আগে এই কথা গুলো দলের সবাইকে বলেছিলেন ক্যাপ্টেন সাকিব। 

ঘরের মাঠে এর আগে কখনো ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। মিরপুরের এই টেস্ট জিততে পারলেই টাইগারদের সেই স্বপ্ন পূরণ হবে। শুধু তাই নয়, নেওয়া হবে পাল্টা প্রতিশোধ।

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে ।আগে ব্যাটিং করে  প্রথম ইনিংসে ৫০৮ রান করেছে টাইগাররা। পাহাড় সমান এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালেই ক্যারিবিয়ানদের ৫ উইকেট শেষ হয়ে যায়। খেলা শেষ হতে এখনো তিন দিন বাকি আছে। এই দিনে কি হয় এখন সেটা দেখার বিষয়।
 

Bootstrap Image Preview