Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২৮ বছর পর যা করে দেখালেন সাকিব ও মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview



মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সাকিব ও মিরাজ যা করে দেখালেন তা ক্রিকেট ইতিহাসে ঘটেছিলো ১২৮ বছর আগে। শুনে অবাক হচ্ছেন! অবাক হওয়ারই কতা। কারণ টেস্টে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে বোল্ড আউট করার কীর্তি ক্রিকেট ইতিহাসে তিন বার ঘটেছে।কিন্তু সাকিব ও মিরাজ ক্যারিয়ানদের যে ভাবে আউট করেছেন সেটি ইতিহাসে প্রথম। কারণ কোন পেস বোলার ছাড়াই এই বোল্ড আউট করেছেন তারা।

১৮৭৯ সালে মেলবোর্নে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫ রানে ইল্যান্ডের প্রথম সারির ৫ ব্যাটসম্যান সরাসরি বোল্ড হয়েছিলেন। সর্বশেষ ঘটেছিল ১৮৯০ সালে ওভালে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ইনিংসে ৪৭ রানে অস্ট্রেলিয়ার প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়েছিল। ১২৮ বছর সেই কীর্তি গড়ে দেখালো সাকিব ও মিরাজ।

মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রান করেছে টাইগাররা। পাহাড় সমান এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে শেষ বিকালেই ক্যারিবিয়ানদের ৫ উইকেট শেষ হয়ে যায়। সাকিব ও মিরাজের ঘূর্ণিতে একের পর এক বোল্ড আউট হতে তাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ঝড়ো এই উইকেট শিকারে ১২৮ বছর আগের ইতিহাস আবারো মনে করিয়ে দিলেন এই দুই স্পিনার। বল হাতে সাকিব বোল্ড আউট করেছেন নিয়েছেন ২ উইকেট ও মিরাজ ৩ উইকেট।

Bootstrap Image Preview