Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভোটে ২৩০ আসন পাবে আওয়ামী লীগ’

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৩০ আসন পাবে। এ নিয়ে বিএনপির নেতাদের অহেতুক হুমকি-ধামকি বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে ৩০ আসন পাবে। সংবাদপত্রে তা ছাপা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, এই ভবিষ্যদ্বাণী আপনি (মির্জা ফকরুল) করেন কীভাবে। জনগণের রায় আপনি কী করে দেন। আসলে এগুলো হুমকি–ধামকি।’

নাসিম বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসন পাবে। আপনারা (বিএনপি) হুমকি–ধামকি থেকে বিরত থাকুন।’

Bootstrap Image Preview