Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেলের গন্তব্য রোনালদোর জুভেন্টাস নাকি সেরি 'আ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


রোনালদোর পর কি আরও এক রিয়াল মাদ্রিদ স্টার ক্লাব ছাড়তে চলেছেন? তাঁর এজেন্টের গলায় অন্তত সেরকমই ইঙ্গিত মিলেচে। এমনিতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের ধাক্কাই এখনও সামলে উঠতে পারেনি বিশ্বখ্যাত স্প্যানিশ ক্লাবটি। তার উপর 'ইনি'-ও চলে গেলে কিন্তু অকূল পাথারে পড়বে 'লস ব্লাঙ্কোসরা'।

কথা হচ্ছে 'ওয়েলস উইজার্ড' গ্যারেথ বেলকে নিয়ে। ট্রান্সফার উইন্ডো যত এগিয়ে আসছে ততই বিভিন্ন ফুটবলারের দলবদলের নানান কথা ভাসছে বাতাসে। বেলের এজেন্ট বার্নেট সম্প্রতি এমনই একটি কথা ভাসিয়ে দিয়েছেন।

তিনি জানিয়েছেন, তাঁর ক্লায়েন্ট এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ক্লাবেই খুশি। তবে ভবিষ্যতের কথা তো কিছু বলা যায় না। ট্রান্সফার উইন্ডোতে অনেক কিছুই হতে পারে। বিশেষ করে বেল নাকি সিআর সেভেনের সঙ্গে খেলতে খুব ভালবাসেন। 

আর এরপরই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি বেলও রোনালদোর পথই ধরবেন? রিয়াল ছেড়ে গিয়ে উঠবেন সেরি এ-এর ক্লাব জুভেন্টাসে? যারা রোনালদোর যোগদানের পর থেকে কেবল ইতালিয় ফুটবলেই নয়, ইউরোপিয় ফুটবলেও নতুন করে বড় শক্তি হিসাবে মাথাচাড়া দিচ্ছে।

সরাসরি কিছু বলতে চাননি বার্নেট। শুধু জানিয়েছেন রোনালদোর জুভেন্টাসে যাওয়ার পর থেকে এখন তো অনেকেরই চোখ সেরি এ-তে। বস্তুত গত গ্রীষ্মে আচমকা রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর, এই বছর, গত কয়েক বছরের তুলনায় সেরি 'আ' -এর ক্লাবগুলিতে খেলার আগ্রহ বেড়েছে বিশ্ব ফুটবলের তারকাদের।

রোনালদোর বিদায়ের পর তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য রিয়াল কিন্তু তাকিয়ে আছে গ্যারেথ বেলের দিকেই। সেই ভূমিকায় তিনি পুরোপুরি না হলেও অনেকটাই সফল বলা যায়। ৬ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে।কিন্তু তাঁর ক্লাবের পারফরম্যান্স একেবারেই ধারাবাহিক নয়।

প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল থেকে বেল বিদায় নেবেন বলে গুঞ্জন তৈরি হয়। অতীতে ম্যাঞ্চেসটার ইউনাইটেড থেকে বায়ার্ন মিউনিখের মতো বেশ কয়েকটি বড় ক্লাব তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এখনও অবধি তাতে বেল সাড়া না দিলেও, ওই যে, ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে।
 

Bootstrap Image Preview