Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে কত টাকা ম্যাচ ফি পান মাশরাফি ও সাকিবরা ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


পাল্টিয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট,পাল্টিয়ে গিয়েছে খেলার ধরণ। ক্রিকেট বিশ্বে টিম টাইগার এখন এক পরামানু শক্তির নাম। ক্রিকেটের যেকোন  দেশের বিপক্ষে মোকাবেলা করার সাহস তাদের আছে। খেলার মাঠে দুঃসাহসিক এই পারফম্যান্সের জন্য সাকিবদের মোটামুটি ভদ্রস্থ ম্যাচ ফি ও বেতন দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাশরাফি ও সাকিবদের টেস্ট , ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি কত? এটা হয়তো অনেকের অজানা। আবার অনেকের জানা। তবে গত বছর থেকে বিসিবির চুক্তিতে থাকা খেলোয়াড়দের নতুন করে  সব ফর্মেটে ম্যাচ ফি বাড়ানো হয়েছে ।

টেস্ট প্রতি ২ লাখ থেকে বেড়ে হয়েছে সাড়ে ৩ লাখ টাকা, ওয়ানডেতে ১ লাখ থেকে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ৭৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ২৫ হাজার টাকা। এই তালিকা অনুযায়ী চুক্তিতে থাকা খেলোয়াড়রা এখন ম্যাচ ফি পেয়ে থাকেন।

এছাড়াও ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ২ লাখ থেকে বেড়ে হয়েছে ৩ লাখ, ‘বি’ গ্রেডে দেড় লাখ থেকে ২ লাখ, ‘সি’ গ্রেডে ১ লাখ থেকে দেড় লাখ ও ‘ডি’ গ্রেডে ৭৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ।
 

Bootstrap Image Preview