Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী হলফনামায় বেরিয়ে এসেছে প্রার্থীদের সম্পত্তির অজানা তথ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:১৭ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:১৭ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৩ হাজার ৫৬টি। নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ব্যক্তিগত ও স্ত্রীর নামে স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব, আইনি মামলাসহ ব্যক্তিগত তথ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা পেশ করেছেন। তাতে বেরিয়ে এসেছে অবাক হওয়ার মত নানা অজানা তথ্য।

সালমান ফজলুর রহমান: ঢাকা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তার হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন তিনি একজন ব্যবসায়ী ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তার নামে কোন ফৌজদারি মামলা নেই। অতীতেও তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। আয়ের উৎস হিসেবে বাড়ি/ এপার্টমেন্ট ভাড়া বাবদ বার্ষিক ৩ লাখ ৯৯ হাজার টাকা, ব্যবসা বাবদ ৬ লাখ টাকা, শেয়ার বাবদ ৪ কোটি ২৫ লাখ ৮৭ হাজার টাকা।

চাকরি বাবদ তার আয় ৪১ লাখ ৯২ হাজার ২ শত টাকা এবং অন্যান্য উৎস থেকে তার আয় ৪ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৬শত ৫০ টাকা।

তবে স্থাবর সম্পদ হিসেবে তিনি নগদ ২ কোটি ১০ লাখ টাকার মালিক বলে ওই হলফনামায় উল্লেখ করা হয়েছে। তার ও তার স্ত্রীর কাছে ১৬ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে বলে জানান। অন্যান্য সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি এবং স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। ব্যাংকে তার নামে ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১শত ২৮ টাকা জমা রয়েছে বলে জানান তিনি।

হুসাইন মুহম্মদ এরশাদ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর -৩ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন: পেশায় তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে তবে কিছু মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। তিনি ফৌজদারী মামলায় অভিযুক্ত নন। এর পূর্বে তার নামে মোট ২৭টি মামলা ছিল। সংসদ সদস্যর বেতন ও  ব্যাংক পরিচালনা পরিষদের সম্মানী বাবদ বার্ষিক আয় ৭৪ লাখ ৭১ হাজার ১০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার আয় ২ লাখ ৬ হাজার ৫শত টাকা। তার স্ত্রী ১০০ ভরি স্বর্ণের মালিক। তার ও তার স্ত্রীর কাছে ইলেকট্রনিক সামগ্রীর পরিমাণ ৭ লাখ ৩০ হাজার টাকা ও আসবাবপত্র ৮ লাখ ৩০ হাজার টাকার। এছাড়া তার ও তার স্ত্রীর নামে একাধিক ব্যাংক শেয়ারসহ একাধিক একাউন্টে সম্পদ রয়েছে।

ডাঃ মো: এনামুর রহমান: ডাঃ মো: এনামুর রহমান ঢাকা-১৯ সাভার এলাকায় থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার হলফনামায় উল্লেখ করা হয়:  তিনি পেশায় একজন চিকিৎসক, ব্যবস্থাপনা পরিচালক এনাম মেডিকেল হাসপাতাল, চেয়ারম্যান এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল।

তার নগদ টাকার পরিমাণ ১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৭ শত ৭৫ টাকা। তার স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ১৮ কোটি ৮ লাখ ২৯ হাজার ২শ ৪৯ টাকা। ওই দম্পতির কাছে স্বর্ণ  ও অন্যান্য মূল্যবান ধাতুর পরিমাণ ১২০ ভরি। তার নামে ব্যাংকে ১ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে।

আসাদুজ্জামান খান: ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান হলফনামায় তার পেশা হিসেবে দেখিয়েছেন রাজনীতি আর সমাজ সেবা। তার নগদ টাকার পরিমাণ ২ লাখ ৭০ হাজার ৬শত ৮৫ টাকা। তবে স্ত্রীর নগদ টাকার পরিমাণ ৩৯ লাখ ৩৬ হাজার টাকা। ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। স্বর্ণের পরিমাণ ৩০ ভরি।

শেখ ফজলে নূর তাপস: ঢাক-১০ আসন থেকে শেখ ফজলে নূর তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার হলফনামায় তিনি উল্লেখ করেন অতীতে তার বিরুদ্ধে দুটি মামলা ছিল যা হাইকোর্ট কর্তৃক বাতিল হয়েছে। তার নগদ অর্থের পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৪ হাজার টাকা এবং ৬৫ হাজার টাকা। তার ব্যাংকে ৯ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা রয়েছে। স্বর্ণ ও অন্যান্য সম্পদের পরিমাণ  ৭৫ লাখ টাকার। তার স্ত্রীর নামে রয়েছে ১৮০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এছাড়া ওই দম্পতির ইলেকট্রনিক সামগ্রির পরিমাণ ১০ লাখ টাকা।

হাজী মোঃ সেলিম: ঢাকা-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পাশ। তার নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার টাকা। তবে স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ২ কোটি ৯লাখ ৪০ হাজার টাকা। তার নামে ব্যাংকে অর্থের পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকা।

Bootstrap Image Preview