Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৫১ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৫১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


এশিয়ার বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলা করে দ্বিপাক্ষিক অর্থ ও ব্যাংকিং চুক্তি করতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের স্পিকার আলী লারিজানি।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত 'এশিয়া পার্লামেন্টারি এসেম্বলি' বা এপিএ থেকে ইরানে ফিরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আইআরআই'র।

লারিজানি গণমাধ্যমকে বলেন, এশিয়ার বিভিন্ন দেশের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবারের সম্মেলনের ফাকে এসব দেশ নিষেধাজ্ঞা মোকাবিলায় অর্থ ও ব্যাংকিং বিষয়ক চুক্তি সইয়ের বিষয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে।

সম্মেলনে উপস্থিত নেতারা জ্বালানি, উন্নত প্রযুক্তি এবং পরিবেশ খাতে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করেছেন।

Bootstrap Image Preview