Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে অগ্নি মহড়া অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview


নওগাঁ শাহাগোলার আদর্শগ্রাম এলাকায় গড়ে উঠা বস্তি এলাকায় আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আগুনের ভয়াবহতার ব্যাপারে বস্তি এলাকার সাধারণ লোকজনকে সচেতন করা ও যে কোন দূর্যোগ দুর্ঘটনায় নিজেদের হেফাজত রাখার কলাকৌশল নিয়ে জন সাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন, আত্রাই ফায়ার সার্ভিস অফিসার নিতায় চন্দ্র ঘোষ।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, মানবসভ্যতার শুরু থেকেই প্রয়োজনের তাগিদে আগুন আমরা ব্যবহার করে থাকি। অক্সিজেন, দাহ্য পদার্থ ও নানা প্রকারের জ্বালানি আগুনের গতিকে বাড়িয়ে দেয়। কোন জায়গায় আগুন লাগার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে পানি দিয়ে চটের বস্তা ভিজিয়ে নিয়ে জলন্ত আগুনে চাপা দিলে আগুন নিভে যায়।

দূর্যোগ দুর্ঘটনায় নিজেদের রক্ষা করতে নানা ধরণের প্রাথমিক ধারণা জনগণকে দেওয়ার জন্যই নওগাঁ ফায়ার স্টেশনের  উদ্যোগে নিয়মিত বিভিন্ন স্থানে অগ্নি মহড়া পরিচালনা করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ারম্যান জিয়াউল হক, মিজানুর রহমান, কামরুল ইসলাম, মকলেছুর রহমান ও ড্রাইভার আহসান হাবিব প্রমুখ।  

Bootstrap Image Preview