Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিআরইউ’র নেতৃত্বে ইলিয়াস-কবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস হোসেন সভাপতি ও কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন মনজুরুল আহসান বুলবুল।

সভাপতি পদে এসএ টিভির ইলিয়াস হোসেন পেয়েছেন ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট।

সহ-সভাপতি পদে খন্দকার কাওসার হোসেন ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ওসমান গণি বাবুল ৩৩২ ও আবুল বাশার নুরু ৩০৭ ভোট পেয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বাসসের কবির আহমেদ খান ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট। একই পদে আরেক প্রতিদ্বন্দ্বী শেখ জামাল পেয়েছেন ২৪৫ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামিল আহসান শিপু।

অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ওই পদের আরেক প্রার্থী শ্যামল কান্তি নাগ পেয়েছেন ২৬৪ ভোট।

সাংগাঠনিক সম্পাদক পদে আফজাল বারী ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে হাবীবুর রহমান পেয়েছেন ৪০১ ভোট।

দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিহাদ চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ মাহমুদ এ রিয়াদ।

প্রশিক্ষণ গবেষণা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই তুহিন-৫৬৬ ভোট পেয়ে। আর তার নিকটতম প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৪৭৬ ভোট।

নারী বিষয়ক সম্পাদক পদে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজিদা ইসলাম পারুল। একই পদে সেলিনা শিউলি পেয়েছেন ৪৬০ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বি মাকসুদা লিসা পেয়েছেন ৫২৬ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদুল হক খান ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর এস এম মুন্না মিয়া পেয়েছেন ৩৯৬ ভোট।

আপ্যায়ন সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এইচ এম আকতার।

কল্যাণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাওসার আজম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। অন্য নির্বাচিত সদস্যরা হলেন- নঈমুদ্দিন-৫৬৪, খালিদ সাইফুল্লাহ-৬৪৬, বাদল নূর-৫৮০, মাকসুদুল হাসান-৫৬৪, রাসেদুল হক-৫৩০ ও শাহাবুদ্দিন মাহাতাব-৪৩২ ভোট। খন্দকার ফারুক আহমেদ নির্বাচিত হননি।

কৃতির নিয়মকে সে জানল, বুঝল — প্রাকৃতিক শক্তিকে নিজের আয়ত্তে এনে সভ্যতা, সংস্কৃতি,. সমাজজীবন গড়ে তােলার .... পরিচালিত হয়ে, ন্যায়নীতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে তা পরস্পরের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে তারা সবাই মিলে. খেত। এসব ন্যায়নীতি বা ... করে নিয়ে আসা হল –. যার গায়ের জোর বেশি সে এক থাবা দিয়ে কেড়ে নিয়ে খেয়ে ফেলল।

Bootstrap Image Preview