Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যরাতে বাংলার রাজ পুত্র ঘুম ভেঙ্গে যদি আসে

গোলাম মোস্তফাঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


মধ্যরাতে বাংলার রাজ পুত্র ঘুম ভেঙ্গে যদি আসে

মো: গোলাম মোস্তফা (দুঃখু)

 

কেমন আছো মেঘের আড়ালে ,

গরম শীত বর্ষার সাথে কি দেখা হয় ।

 

শীতের সকালের উত্তর ঢাকা ,

তোমার আসার খবর শুনতে

অপেক্ষা করে বসে থাকে  ।

 

গরমের হাওয়া চারপাশের পরিবেশ ,

তোমার সবুজ ঢাকা শীতল রয়েছে ।

 

তোমার কি আসতে ইচ্ছে করে - সবুজের প্রাণে।

উত্তর ঢাকা রাত জেগে বসে থাকে ।

মধ্যরাতে বাংলার রাজ পুত্র ঘুম ভেঙ্গে যদি আসে !

 

তুমি শুয়ে আছো নীরব ঘরে ,

বাংলার আকাশ এখনো কান্না করে !

সবুজ বাংলার রাজ পুত্র আনিসুল হক যে নেই ।

 

তুমি ছিলে সবুজের রাজা হয়ে ,

এমন ভাবে রয়ে যাবে বাংলার মানুষের হৃদয়ে ।

 

এখনো পাখি সকালের খবর দেয় ,

তোমার আসার কোন চিঠি নেই তার কাছে।
 

Bootstrap Image Preview