Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত : জাফরুল্লাহ চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:৪৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘জামায়ত ইসলামীর সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া। তাদের নিজের জন্য না পিতার জন্য। তাদের অতীতের জন্য। আমার পিতা যদি অন্যায় করে থাকে তবে তার দায় তো আমার ওপরে বর্তাবে না। তবুও পিতার জন্য ক্ষমা চাওয়া উচিত।’

আজ শুক্রবার দুপুরে নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা আজকে নেই। পুলিশ-র‍্যাবের কথিত বন্ধুক যুদ্ধ, বিচার বহির্ভূত হত্যা এসব কোনক্রমেই গ্রহণযোগ্য না।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, বিচারবহির্ভূতভাবে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে চলছে অন্তহীন হয়রানী। এভাবে দেশ চলতে পারে না। এসব কারণে মানুষের ক্ষোভ বেড়ে গেছে। মানুষ এখন পরিবর্তন চায়। কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন সুষ্ঠু করার সামর্থ নেই, ইচ্ছা নেই, বিবেক নেই, মন নেই।

তিনি আরো বলেন, কৃষক, শিক্ষিত-বেকার, নারীর উত্তরাধিকার সম্পর্কে কারও কোনো চিন্তাই নেই। নারীদের জন্য আমরা এত কথা বলি, কিন্তু নারীদের উত্তরাধিকারের কথা কাউকে বলতে শুনি না। সাহস করে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথাই বলে না। কথায় কথায় খালি বিএনপির সাথে পাকিস্তানকে টানে আর তারা নাকি ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এসব অপ্রয়োজনীয় কথা।

Bootstrap Image Preview