Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর বাসায় আসা নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর বাসায় আসার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার সিলেট নগরীর একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন অর্থমন্ত্রী। নামাজ শেষে সাংবাদিকরা তার বাসায় ইনাম আহমেদ চৌধুরীর আসার ব্যাপারে প্রশ্ন করেন।

এসময় তিনি বলেন, কোনো রাজনৈতিক কারণে বাসায় আসেননি তিনি। বিএনপির কেন্দ্রীয় এই নেতার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।    

অর্থমন্ত্রী বলেন, ‘ইনামের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। এজন্যই তিনি সাক্ষাৎ করতে এসেছেন। এখানে অন্য কিছু নেই। এটা নিয়ে রাজনীতির ফায়দা হাসিলেরও কিছু আছে বলে মনে করি না।’

‘জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে’ বিএনপির এমন বক্তব্যেরও সমালোচনা করেন মুহিত বলেন, ‘জামায়াতে মুক্তিযাদ্ধা থাকার কথা নয়, এ দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর, জামায়াত এদেশের শত্রু।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সিলেটে অর্থমন্ত্রীর বাসায় আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। প্রায় ৪৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। অর্থমন্ত্রীর ভাই একে আবদুল মুমিনও তখন উপস্থিত ছিলেন, যিনি এবার সিলেট সদর আসেন নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর একসঙ্গে বৈঠকের খবরটি গতকাল ছিল টক অব দ্য কান্ট্রি।    

গতকাল সাক্ষাতের ইনাম আহমদ চৌধুরী বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমার পছন্দের মানুষ। তার সঙ্গে শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনে কনিষ্ঠ হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি আমি এবার সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। শুনেই আমাকে স্বাগত জানান অর্থমন্ত্রী।

একাদশ সংসদ নির্বাচন সিলেটে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইনাম আহমদ চৌধুরী।

বিএনপির এ প্রার্থী বলেন, নির্বাচন ও সিলেটের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের কর্মজীবনের বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।

Bootstrap Image Preview