Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রেফতার থামেনি, দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, অামরা বারবার অভিযোগ করার পরও অামাদের নেতাকর্মীদের গ্রেফতার করেই চলেছে। কোন গ্রেফতার হবে না প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু নীলনকশা বাস্তবায়নে গ্রেফতার করেই চলেছেন। এভাবে নির্বাচনের মাঠে খারাপ পরিবেশ তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ৮ তারখে তফসিল ঘোষণার পর নারায়নগঞ্জে ২৫ জন, ঢাকা মহানগরে ৩৯৪, মানিকগঞ্জ ও বগুড়া ৫৩৭ জন। ২৬ তারিখে ৩ জন। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই অবস্থায় কতটুকু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশনকে এখনও বলছি এসব বন্ধ করতে হবে তানা হলে নির্বাচনের পরিবেশ কি হবে তা অামরা বলতে পারছি না।

তিনি আরও জানান, অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পূনরুদ্ধার সম্ভব হবে কিনা তা নির্ভর করবে নিরপেক্ষ নির্বাচনের উপর।

তিনি বলেন, অামরা বিগত ৭ বছর সংবিধান সংশোধনসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে অাসছি। অামরা অালোচনা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গেও, কিন্তু কিছুই করেনি। সরকার কোন কর্ণপাত না করে তারা এক তরফা নির্বাচন করতে ও তাদের নিলনকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

বিচার বিভাগকে তারা (আওয়ামী লীগ) পুরোপুরিভাবে করায়াত্তো করে ফেলেছে বলেন বিএনপির এই সিনিয়র নেতা। এসময় তিনি আরো বলেন, এই সরকারের অধিনে কোন নির্বাচন সম্ভব নয়। পুরো জাতিকে তারা সংঘাতে পরিনত করে ফেলেছে। তাই কোন ধরণের সংঘাত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

মিজা ফখরুল আরো অভিযোগ করেন, নির্বাচনে তারা ভয় পায় বলেই নিলনকশা বাস্তবায়নে সকল পরিকল্পনা বাস্তবায়ন করছে।

Bootstrap Image Preview