Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইতে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উদযাপিত 

মীরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


"প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি ,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করি" এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামের মীরসরাইয়ে উদযাপিত হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৮।

গত ২৪ নভেম্বার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মীরসরাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে উপজেলার ১৬ টি ইউনিয়নের প্রতিটি পরিবার পরিকল্পনা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পালিত হয় এ সেবা সপ্তাহ।

উক্ত সেবা সপ্তাহে উপজেলার বিভিন্ন সেবা ক্যাম্পে ১২৯  রোগীকে তিন বছর মেয়াদী ইমপ্লানন , ৩১ জনকে কপার-টি সেবা,  ১৫ জনকে স্থায়ী পদ্ধতি (টিউবেকটমী ও ভেসেকটমী), ৩০ জ কে স্বাভাবিক প্রসব সেবা,  ১৪০ জনকে প্রসব পূর্ববর্তী সেবা, ৬৫ জনকে প্রসব পরবর্তী সেবা,  ৪০০ জন সাধারণ রোগীকে চিকিৎসা,  ১৫০ জন কিশোর কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করা হয় বলে জানান পরিবার পরিকল্পনা বিভাগ।

মীরসরাই উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে এই ক্যাম্পেইনে সার্বক্ষনিক সেবা প্রদান করেন মেডিকেল অফিসার প্রিয়াঙ্কা চৌধুরী ও মেডিকেল অফিসার জনাব মোঃ নাজমুল হোসাইন। তিনি বলেন, অদক্ষ দাই দিয়ে বাসা বাড়িতে ডেলিভারি করা অনিরাপদ এবং মা ও শিশুর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ ডেলিভারির জন্য ইউনিয়ন পর্যায়ে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর রয়েছে মাদার এন্ড চাইল্ড কেয়ার ইউনিট। সবাইকে এইসব সেবা নিতে সচেতনার আহ্বান জানান তিনি। 

Bootstrap Image Preview