Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকা ৪০ বছরের পুরানো সূত্রের জের ধরে ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণ করছে

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০২:০১ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০২:০১ PM

bdmorning Image Preview


পুরানো সূত্রের জের ধরে ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণ করে আসছে আমেরিকা। তারই ধারাবাহিকতায় তারা নতুনকরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তেহরানে সাংবাদিকের এ কথা বলেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপগুলো অন্যায্য। অবশ্য মার্কিন নিষেধাজ্ঞার একটি বড় অংশই হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ।

ভারতীয় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে ভারত বিশেষ অবস্থানের অধিকারী। আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত ও ইরানের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতীয় সাংবাদিক দল এ সময় বিভিন্ন ক্ষেত্রে ইরানের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

Bootstrap Image Preview