Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেঙে গেল সাদমান ও মিথুনের জুটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে টাইগারদের সামনে। সেই লক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৩ রান।

আউট হয়েছেনঃ সৌম্য সরকার (১৯), মুমিনুল(২৯), মিথুন (২৯)।

ভেঙে গেল সাদমান ও মিথুনের জুটিঃ মুমিনুল ও সৌম্যর বিদায়ের পর এই মিথুনকে নিয়ে সাদমান এগিয়ে যেতে থাকেন। ক্যারিবিয়ান বোলারদের চাপে রেখে রানের স্কোর বাড়াতে থাকেন। দুই জন মিলে ৬২ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ উপহার দেন। কিন্তু এর পরেই বিষুর বলে ভুল শর্ট খেলতে গিয়ে বোল্ড আউট হন মিথুন। ব্যক্তিগত ২৯ রানেই থেমে যায় মিথুনের ব্যাট।

অভিষেক টেস্টে সাদমানের হাফ- সেঞ্চুরিঃ নিজের নামের মান রাখলেন সাদমান । দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের অভিষেক ম্যাচে তুলে নিলেন প্রথম ফিফটি। দুপুরের লাঞ্চের আগে যখন মুমিনুল ও সৌম্য সাজ ঘরে তখন মিথুনের সাথে জুটি গড়ে নিজের হাফ- সেঞ্চুরি পূর্ণ করেন।

সৌম্যর পর মুমিনুলের বিদায়ঃ সৌম্যর বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন ফর্মে থাকা মুমিনুল হক। উইকেটে থাকা সাদমানের সাথে নতুন করে জুটি গড়ার লক্ষে ব্যাটিং করতে থাকেন তিনি। দুই বাঁ-হাতি ব্যাটসম্যান মিলে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু ক্যারিবিয়ান পেসার কেমার রচ সেই জুটি বেশি দীর্ঘ হতে দিলেন না। মুমিনুলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলিয়ে দিলেন। ব্যাট হাতে মুমিনুল করেন ২৯ রান।

শুরুটা ভালো করে বিদায় নিলেন সৌম্যঃ চট্টগ্রাম  টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর ঢাকা টেস্টে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে অভিষেক সাদমানের সাথে ব্যাটিং করতে নামেন সৌম্য সরকার। সকালের শুরুতে ক্যারিবিয়ান বোলারদের প্রতিহত করে রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হুট করেই হোপের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসলেন।সেই ক্যাচ থেকে কোন রেহাই না পেয়ে ফিরে গেলেন সাজ ঘরে। ব্যাট হাতে সৌম্য করেছেন ১৯ রান।

এই টেস্টে একাদশে জায়গা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজের। চট্টগ্রাম টেস্টে মোস্তাফিজ দুই ইনিংস মিলে মাত্র ৪ ওভার বোলিং করেছিলেন। কোন উইকেট পাননি। রান দিয়েছিলেন ১৫। ঢাকা টেস্টে চার স্পিনারের ভিড়ে একাদশে জায়গা হয়নি ফিজের।তবে অভিষেক হয়েছে সাদমান ইসলাম অনিকের। 

টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
 

Bootstrap Image Preview