Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০১:১২ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন তরুণ ওপেনার পৃথ্বী শ। বৃহস্পতিবার প্রস্ততি ম্যাচে বাউন্ডারিতে ক্যাচ ধরতে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া একাদশের ইনিংসের ১৫ তম ওভারে ওই ঘটনা ঘটে। স্পিনার অশ্বিনের একটি বল মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারেন ম্যাক্স ব্রিয়ান্ট। বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিল পৃথ্বী। তিনি বলের নিচেও চলে আসেন। কিন্তু বাউন্ডারির দড়িতে হোঁচট খাওয়ায় ক্যাচ মিস হয়। সেইসঙ্গে গোড়ালিতেও চোট পান তিনি।

চোট পাওয়ার পরই যন্ত্রনায় কাতরাতে থাকা পৃথ্বীকে ভারতীয় দলের দুই সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠের বাইরে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসার পর পৃথ্বীকে হাসপাতালে পাঠানো হয়।

বিসিসিআই জানিয়েছে,  পৃথ্বীর গোড়ালিতে ল্যাটারাল লিগামেন্টে চোট লেগেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পৃথ্বীকে পাওয়া যাবে না। যাতে দ্রুত সেরে ওঠেন, সেজন্য তাঁকে রিহ্যাবে পাঠানো হচ্ছে তাকে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন পৃথ্বী। চলতি প্রস্তুতি ম্যাচে গতকাল ঝলমলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি।আগামী ৬ আগস্ট অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তাঁর জায়গায় কে এল রাহুলের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করতে নামতে পারেন মুরলি বিজয়।

 

Bootstrap Image Preview