Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বযুদ্ধের হুমকি চীনের!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview


আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধ শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। আমেরিকা যদি বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করে তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তাছাড়া চীনের সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন ও দমন-পীড়নের প্রতিবাদে আমেরিকা বেইজিংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে যখন খবর বেরিয়েছে তখন চীন এ হুঁশিয়ারি উচ্চরণ করল।

জি-২০ সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বুয়েন্সআয়ার্সে রওয়ানা দেয়ার আগ মুহূর্তে আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুই তিয়ানকাই বার্তা সংস্থা রয়টার্সের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, চীন আশা করে, বুয়েন্সআয়ার্সে এমন একটি চুক্তি হবে যার ফলে আমেরিকার সঙ্গে ক্ষতিকারক বাণিজ্যযুদ্ধ বন্ধ হবে।

১৯৩০ সালে শিল্পোন্নত দেশগুলোর মধ্যকার শূল্কযুদ্ধ বিশ্ববাণিজ্য ধ্বংস করেছিল এবং তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়ায়। ইতিহাসের এই শিক্ষা আমাদের সামনে রয়েছে। গত শতাব্দিতে আমরা দুটি বিশ্বযুদ্ধ ও বিশ্বমন্দার মুখোমুখি হয়েছি। আমি মনে করি কারোরই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো উচিত হবে না।

Bootstrap Image Preview