Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলি জঙ্গি বিমান ভূপাতিত করলো সিরিয়ার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১১:২৮ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১১:২৮ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবার রাতে আরো বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত কিসওয়াহ শহর লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল যতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তার সবগুলো আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী ইসরাইলি যুদ্ধবিমান ও চারটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার এ দাবি করেছে।

রাশিয়ার বার্তা সংস্থা ‘রিয়া’ জানিয়েছে, “আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ইসরাইলি যুদ্ধবিমান ও চারটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই গুলি করে ভূপাতিত করেছে।”

অবশ্য ইসরাইলের একজন সেনা মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে ‘রিয়া’য় প্রকাশিত খবরকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছেন।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এর আগে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিসওয়াহ শহরের আকাশে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে ওই খবরে কথিত লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

Bootstrap Image Preview