Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়নপত্র জমা: আ.লীগ ২৬৪ আসনে ২৮৩, বিএনপি ২৯৫ আসনে ৬৯৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে ২৬৪ আসনে ২৮৩ জন প্রার্থী  মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বিপরীতে বিএনপিতে দ্বৈত প্রার্থীর সংখ্যা অনেক বেশি। ২৯৫ আসনে বিএনপির ৬৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী নেই সেগুলো হচ্ছে, টাঙ্গাইল-৮, মৌলভীবাজার-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-৪ ও চট্টগ্রাম-১৪। আর যে ৩৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই সেগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-১ ও ৩, লক্ষ্মীপুর-২, চট্টগ্রাম-২ ও ৫, ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, লালমনিরহাট-৩, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, বগুড়া-২, ৩, ৪, ৬ ও ৭, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-৩ ও ৬, পিরোজপুর-২ ও ৩, ময়মনসিংহ-৪ ও ৮, কিশোরগঞ্জ-৩, মুন্সীগঞ্জ-১, ঢাকা-৪, ৬ ও ৮, নারায়ণগঞ্জ-৫, সুনামগঞ্জ-৪, সিলেট-২ ও মৌলভীবাজার-২ আসন।

গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুসারে গত বুধবার শেষ দিন পর্যন্ত রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিন হাজার ৬৭ জন প্রার্থী। ওই দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছিল, তিন হাজার ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সংশোধিত হিসাব আসে কমিশন সচিবালয় থেকে। এ হিসাবে মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী দুই হাজার ৫৬৯ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২৮১, বিএনপির ৬৯৬, জাতীয় পার্টির ২৩৩, এলডিপির ১৫, জাতীয় পার্টি জেপির ১৭, সাম্যবাদী দলের তিন, সিপিবির ৭৭, গণতন্ত্রী পার্টির আট, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ মোজাফফর) ১৮, ওয়ার্কার্স পার্টির ৩৩, বিকল্পধারা বাংলাদেশের ৩৭, জাসদের ৫৩, জেএসডির ৫১, জাকের পার্টির ১০৮, বাসদের ৪৯, বিজেপির ১১, গণফোরামের ৬১ ও তরীকত ফেডারেশনের ২০ জন রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের ২৬, বাংলাদেশ মুসলিম লীগের ৪৯, এনপিপির ৯০, জমিয়তে উলামায়ে ইসলামের ১৫, গণফ্রন্টের ১৬, বাংলাদেশ ন্যাপের চার, বাংলাদেশ জাতীয় পার্টির ১৩, ইসলামী ফ্রন্টের ২৮, কল্যাণ পার্টির পাঁচ, ইসলামী ঐক্যজোটের ৩২, বাংলাদেশ খেলাফত মজলিসের ১২, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ২৯৯, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২১, জাগপার ছয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩০, খেলাফত মজলিসের ১২, বাংলাদেশ মুসলিম লীগের ১৭, মুক্তিজোটের এক ও বিএনএফের ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রকৃত সংখ্যাটি জানা যাবে।

ইসির তথ্য বিশ্লেষণ করে জানা যায়, বিএনপির চারজন করে প্রার্থী রয়েছেন ২৮টি আসনে। সর্বোচ্চ ৯ জন প্রার্থী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। আর পাঁচজন করে প্রার্থী রয়েছেন চট্টগ্রাম-২ ও ৫ আসনে। অন্যদিকে আওয়ামী লীগের দুজন করে প্রার্থী রয়েছেন ১৭টি আসনে। আসনগুলো হচ্ছে চাঁদপুর-১, ২ ও ৪, লক্ষ্মীপুর-৩, রংপুর-৬, নওগাঁ-৫, নাটোর-১, নড়াইল-১, বরগুনা-১, পটুয়াখালী-২, টাঙ্গাইল-২, জামালপুর-১ ও ৫, কিশোরগঞ্জ-১ এবং ঢাকা-৫, ৭ ও ১৭।

Bootstrap Image Preview