Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলির পোশাক নিয়ে বিতর্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


নামটা বিরাট কোহলি, সবসময়ই তাই সার্চলাইটের নিচে থাকেন ভারত অধিনায়ক৷ মুহূর্তের ভুলে শিরোনাম হয়ে যান বিরাট৷ ঠিক যেমনটা হলেন বৃহস্পতিবার৷ অজিদের ডেরায় লাল বলের মহারণ শুরুর আগে বিতর্ক তাড়া করল বিরাটকে৷

সিডনিতে প্রস্তুতি ম্যাচে টস করতে নেমেছিলেন৷ সেখানেই বিতর্ক৷ ট্রাউজারের বদলে শর্টস পড়ে টস করতে নেমে পড়েন কোহলি৷ মুহূর্তেই কিং কোহিলের সেছবি ভাইরাল৷ হোক না প্রস্তুতি ম্যাচ,সেখানে হঠাৎ শর্টস পড়ে টস করতে কেন এলেন সেটাও পরিষ্কার নয়৷

সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই পোশাক নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ অনেকেই টিপ্পনি কেটে মজার মজার টুইট করেছেন৷ কেউ আবার বিষয়টিকে একেবারেই ভালোচোখে দেখছেন না৷

বিরাট মানেই ব্যাটিং শৃঙ্খলা৷ এমনটাই দেখে এসেছে ক্রিকেটদুনিয়া৷ প্রতি মুহূর্তে বিরাটকে ফলো করে লাখো লাখো ক্রিকেট ছাত্র৷ সেখানে একেমন উদাহরণ রাখলেন কোহলি৷ দুনিয়ার দরবারে একেমন শৃঙ্খলার উদাহরণ তুলে ধরলেন ভারত অধিনায়ক৷ সোশ্যাল মিডিয়ায় বিরাটের সমালোচক নেটিজেন এখন এ প্রশ্নই তুলছে৷

অনেকেই আবার বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছেন৷ কেউ লিখেছেন সময়ের অভাবেই ট্রাউজারের বদলে শর্টস পড়েই টস করতে নেমে যান বিরাট৷ কেউ আবার একধাপ উপরে উঠে লিখছেন, ‘মান পড়ছে ক্রিকেটের৷ আগে ব্লেজার পড়ে অধিনায়করা টস করতে আসতেন৷ আর এখন সেখানে শর্টই নতুন ট্রেন্ড৷’

প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া একাদশ৷ ভারতের পাঁচ ব্যাটসম্যান অর্ধশতরান হাঁকিয়েছেন৷ পৃথ্বী-বিরাট ছাড়া রাহানে, হনুমা ও পূজারার অর্ধশতরানে ভর করে ৩৫৮ রান তুলেছে ভারত৷ জবাবে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে অস্ট্রেলিয়া একাদশ৷

Bootstrap Image Preview