Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে দ্বিখণ্ডিত এশিয়ান এমার্জিং কাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আপত্তিতে দ্বিখণ্ডিত হলো এশিয়ান এমার্জিং নেশনস কাপ৷ ভারতীয় বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় বিকল্প ব্যবস্থা করতে হলো আয়োজক পিসিবি’কে৷

ডিসেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই টুর্নামেন্টেকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ পাকিস্তানের গ্রুপে থাকা বাংলাদেশ, সংযুক্ত আরবআমীরশাহী ও হংকং খেলবে করাচিতে৷ অন্য গ্রুপে থাকা ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলাগুলি হবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়৷ ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনার কথা মাথায় রেখে টুর্নামেন্টের খেতাবি লড়াই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে কলম্বোয়৷

প্রাথমিকভাবে পিসিবি আশা করেছিল বিসিসিআই তাদের অনূর্ধ্ব-২৩ দল পাঠাবে পাকিস্তানে৷ নাহলে আর কোনও দেশেরই বিশেষ আপত্তি ছিল না পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে৷ তবে নিরাপত্তার খাতিরে ভারতীয় বোর্ড পাক ভূখণ্ডে দল পাঠাতে রাজি হয়নি৷ তাই বাধ্য হয়েই শ্রীলঙ্কায় ভারতের গ্রুপের খেলাগুলি আয়োজন করতে হচ্ছে পিসিবিকে৷

পাক ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ‘ভারতকে লাহোর ও করাচির মধ্য থেকে কোনও একটি শহরে খেলতে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু ভারতীয় বোর্ড রাজি হয়নি৷ করাচির দু’টি মাঠে পাকিস্তান লেগের ম্যাচগুলি খেলা হবে৷ ন্যাশনাল স্টেডিয়াম সংস্করণের কাজ চললেও তিনটি মাচ খেলা হবে সেখানে৷ বাকি তিনটি ম্যাচ আয়োজন করা হবে সাউথএন্ড ক্রিকেট স্টেডিয়ামে৷ সফরকারী দলগুলির জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷’

পিসিবি’র আশা ছিল এমার্জিং নেশনস কাপ আয়োজন করে ক্রিকেটবিশ্বের সামনে পাক ভূখণ্ডকে নিরাপদ প্রমাণ করার৷ বিসিসিআই বেঁকে বসায় আপাতত সেই পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে পাক ক্রিকেট বোর্ডের৷

Bootstrap Image Preview