Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাত ৮ টায় ক্যাম্পাস ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলনে শিক্ষার্থীরা

নিহার সরকার
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের রাত ৮টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে হবে এবং ৮টা ৩০ মিনিটের মধ্যে ছাত্রীবাস গুলোতে প্রবেশ করতে হবে। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে নারী শিক্ষার্থীরা রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ শহীদ মিনারে অবস্থান নেয়।

আজ (বুধবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উদ্যোগে বিশ্ববিদ্যালয় অঞ্চলের মেস মালিকদের সাথে কেন্দ্রীয় কনফারেন্স কক্ষে সভা হয়। সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে রাত ৮টার মধ্যে নারী শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে হবে এবং ৮ টা৩০ মিনিটের মধ্যে ছাত্রীবাস গুলোতে প্রবেশ করতে হবে।

এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত হলে সরগরম হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেইসবুক গ্রুপ। প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানায়। সেই সব কমেন্টগুলোর মধ্যে ছিলো- বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানানোর চেষ্টা শুরু হয়েছে, আমরা কিন্ডার গার্ডেন এ পড়ি না, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হোক তাহলে, রাজশাহীর শাখা বিশ্ববিদ্যালয় বানানো বন্ধ হোক এমন সব কথা স্ট্যাটাস ও কমেন্ট আকারে প্রকাশ করছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে করে এই সিদ্ধান্ত নিয়েছি যেটি উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান নির্দেশ দিয়েছেন।

চলমান আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলছে প্রশাসনের হটকারী সিদ্ধান্ত মানি না। এটি বর্বর যুগের নিদর্শন ও কঠিনতম সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি যা আমরা মানবো না। আজ আমরা সারা রাত অবস্থান নিবো প্রশাসন কি করে দেখবো।

তারা স্লোগান দিতে থাকে ‘স্যার রাত ৮টা বাজে!’ 

আন্দোলনরত নারী শিক্ষার্থীদের সাথে ছেলে শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।

আন্দোলনের ব্যাপারে প্রক্টরকে অবহিত করলে তিনি দেখছেন বলে বিডিমর্নিংকে বলেন, ঘটনার ১ ঘণ্টার পর প্রক্টরিয়াল বডির সদস্যদের আসতে দেখা গেছে।

Bootstrap Image Preview