Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবিতে ১০ম জাতীয় স্লাতক গণিত অলিম্পিয়াড

নিজাম উদ্দিন শামীম, জবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের উদ্যোগে ১০ম জাতীয় স্লাতক গণিত অলিম্পিয়াড ২০১৮ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ নভেম্বর) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সকাল ৯:০০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন, কম্পিউটার সায়েন্স বিভাগ, বুয়েট এর অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ এবং এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানটি পরিচালনা করবেন, অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল ও সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

উল্লেখ্য, অলিম্পিয়াডে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অনার্স কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে।

Bootstrap Image Preview