Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে হত্যা

জাহিদ রিপন, পটুয়্খাালী প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে গৃহবধূ খাদিজা আক্তার রুনুকে (৩২)।

গতকাল মঙ্গলবার এমন অভিযোগে স্বামী রাকিবুল, শশুর-শাশুড়িসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে।ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী রাকিবুল ব্যাপারী।

খাদিজার পরিবার জানায়, যৌতুকের দাবিতে মঙ্গলবার দুপুরে একপর্যায়ে গৃহবধূর কান ও মুখ থেকে রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে যায়। প্রথমে কলাপাড়া হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন মধ্যরাতে তার মৃত্যু হয়। লাশ বাড়ি নিয়ে দাফনের উদ্যোগ নেয় স্বামীসহ পরিবারের লোকজন।  

আজ বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে কলাপাড়ায় থানায় অভিযোগ দিলে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও ওসি তদন্ত আলী আহম্মেদ ঘটনা স্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পেরণ করে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, নিহত গৃহবধুর সাড়ে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। আসামিরা সবাই পলাতক।
 

Bootstrap Image Preview