Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জ-৬: ভয় আতঙ্কে মনোনয়ন জমা দিতে যাননি পাপনের প্রতিদ্বন্দ্বী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। একই আসনে পাপনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম। তবে ভয় ও গ্রেফতার আতঙ্কে মনোনয়নপত্র জমা দিতে যাননি এ বিএনপি নেতা।

বুধবার সকালে ভৈরব উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহবুব আলমের কাছে এ মনোনয়নপত্র জমা দেন পাপন। এ সময় পাপনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. সায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বুধবার বিকেলে বিএনপি প্রার্থী শরীফুল আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।

মনোনয়নপত্র জমা দিতে না আসার কারণ জানতে চাইলে বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে একাধিক মামলা দিয়েছে পুলিশ। আমি ও আমার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তাই ভয় ও গ্রেফতার আতঙ্কে আজ মনোনয়নপত্র জমা দিতে যাইনি। দলের মনোনয়ন পেয়েও আজ আমি আতঙ্কে আছি। এবারের সংসদ নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি নিশ্চিত জয়ী হবো।

মনোনয়নপত্র জমা দেয়ার পর নাজমুল হাসান পাপন বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ভৈরব-কুলিয়ারচর এলাকার ভোটাররা এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এ প্রত্যাশা করছি।

তিনি বলেন, এ আসনটিতে আগে থেকেই নৌকা বিজয়ী হয়। এ আসন থেকে আমার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান পাঁচবার এবং আমি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই এবারও উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করবে এ এলাকার মানুষ।

Bootstrap Image Preview