Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট-২ঃ ইলিয়াস আলীর স্ত্রী ও পুত্রের মনোনয়ন দাখিল

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:১২ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:১২ PM

bdmorning Image Preview


সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এবং লুনা-ইলিয়াস দম্পতির জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

আজ বুধবার দুপুর ৩টায় সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাব পরাগ তালুকদারের কাছে তারা পৃথক ভাবে নিজ নিজ মনোনয়ন জমা দেন।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আহমেদ নুর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক লিলু মিয়া, আব্দুল হাই, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য স্বপ্না শাহীন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ইমাদ উদ্দিন মাস্টার, এম. ইলয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী প্রমুখ।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর লুনা বলেন, এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি, যদি পঞ্চাশ ভাগও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।  

Bootstrap Image Preview