Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা সংগ্রহ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০২:২৭ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০২:২৭ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী বুধবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

এদের মধ্যে মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ১২ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার দুপুরে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার বরিশাল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলনের রাসেল সরদার, বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের মো. নেছার উদ্দিন, এনপিপি’র সাহেব আলী ও ওয়ার্কার্স পার্টির জহিরুল ইসলাম, বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান আতিক, বরিশাল-৪ আসনে বিএনএফ’র জোটের এনামুল হক, বরিশাল-৫ আসনে পিপলস্ পার্টির শামীমা নাসরিন, বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলনের মো. নুরুল ইসলাম আল-আমিন ও জেডিসি’র কেএম নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, তফসিল অনুযায়ী বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ণপত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি। 

Bootstrap Image Preview