Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০২:১২ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপত্র দেয়া হয়েছে প্রার্থীদের। এরমধ্যে বিকল্প হিসাবে আরো চারজনকে চিঠি দেয়া হয়েছে।

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ও খন্দকার নাসিরুল ইসলামকে।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে।

ফরিদপুর-৩ (সদর) আসনে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তাঁর মেয়ে নায়াব ইউসুফ।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও জাসাস কেন্দ্রীয় নেতা শাহরিয়ার ইসলাম শায়লাকে মনোনয়ন পত্রের চিঠি দেয়া হয়েছে।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, প্রতিটি আসনে মূল প্রার্থীর পাশাপাশি ‘ডামি’ প্রার্থীও রাখা হয়েছে। কোন কারণে মূল প্রার্থী বাদ গেলে সেখানে ‘ডামি প্রার্থী’ই হবেন মূল প্রার্থী। কেন্দ্রীয় কমিটির তরফ থেকে যাদের চিঠি দেয়া হয়েছে সবাইকে মনোনয়ণপত্র জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। 

জানা গেছে, মনোনয়নপত্র দেবার পাশাপাশি তাদের কাছ থেকে মনোনয়ণপত্র প্রত্যাহারের সই রাখা হয়েছে।

Bootstrap Image Preview