Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাহুল এম ইউসুফ,জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৩৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৩৩ PM

bdmorning Image Preview
ছবি প্রতিবেদক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু আকাঙ্খিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-১৮ অনুষ্ঠিত হয়েছে। এবারের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকার ও রাজনীতি বিভাগ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে সাবেক ফিফার রেফারি ভারত চন্দ্র গৌড়ের পরিচালনায় ফার্মেসি বিভাগের বিপক্ষে মাঠে নামে সরকার ও রাজনীতি বিভাগ। এক ঘন্টার খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় সাখাওয়াত হোসেনের পায়ে প্রথম গোল পায় সরকার ও রাজনীতি বিভাগ।

বিরতির পর ৬৯ মিনিটে তনাইমের পায়ের জাদুকরী এক লম্বা শর্টে গোলপোস্টে বল জড়ালে জয় নিশ্চিত করে বিভাগটি। ফলে ২-০ গোলে হেরে রানার্স আপ হয় ফার্মেসি বিভাগ।

এর আগে এ বছরের ১৬ জুলাই থেকে এ প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ৩৭ টি বিভাগ।

খেলা শেষে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সুশৃঙ্খলভাবে এ প্রতিযোগিতা সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্ষ সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করেন সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সুইখ্যাইচিং মারমা।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক সামসুন্নাহার খানম, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু সহ প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।

Bootstrap Image Preview