Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবি'তে ইংরেজী বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ডিগ্রী প্রদান 

দেলোয়ার হোসাইন শরীফ, কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১২:৩৩ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজী বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সের ডিগ্রি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী রেজোয়ান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, কলা ও মানবিক অনুষদে ডিন ড. জি. এম. মনিরুজ্জামান। এছাড়াও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক মোহাঃ হাবিবুর রহমান, মোঃ আবুল হায়াত এবং ফিরোজ আহমেদসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় সন্ধ্যাকালীন কোর্সের ১ম, ২য় ও ৩য় ব্যাচের সর্বমোট ১'শ ১০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

 

Bootstrap Image Preview