Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন সরকারকে বিশ্বাস করা যায় না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


মার্কিন সরকারকে বিশ্বাস করা যায় না এবং তার সঙ্গে আলোচনা কোনো ফল বয়ে আনবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ রোমে ভূমধ্যসাগর বিষয়ক এক সংলাপে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান স্পর্শকাতর সময়ে ইউরোপীয় দেশগুলোর উচিত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে পরমাণু সমঝোতা রক্ষার জন্য দৃঢ় প্রচেষ্টা চালানো যাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিতে পারে।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে সরকার এই সমঝোতার মতো একটি আন্তর্জাতিক চুক্তি থেকে অতি সহজে বেরিয়ে যেতে পারে তার সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছেন বলে জানান জাওয়াদ জারিফ। তিনি বলেন, আলোচনার মাধ্যমে আবার চুক্তি করলে আমেরিকা যে তা থেকেও বেরিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই।

Bootstrap Image Preview