Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইইউ’র কর্মকাণ্ডে ইরানের ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে: সালেহি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview


শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা বিষয়ক একটি সেমিনারে অংশ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের কথাবার্তা উৎসাহব্যঞ্জক। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।’

তিনি আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ অর্থনৈতিক ক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নি। বিষয়টি ইরানের ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে।

ইরান ইউরোপের দেওয়া প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন চায় বলে তিনি জানান। সালেহি বলেন, আমরা ভেবেছিলাম ইউরোপের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কয়েক মাসের বেশি সময় লাগবে না। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। সময় দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। ইরানি জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে।

ইরান পরমাণু সমঝোতা থেকে লাভবান হতে না পারলে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে বলে জানান সালেহি।

Bootstrap Image Preview