Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্দেশ অমান্য করায় সরকারকে ৫ কোটি টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview


কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ রোধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সেখানকার জাতীয় পরিবেশ আদালত। বারবার সরকারকে নির্দেশ দিলেও সরকার তা মানেনি। আদালতের নির্দেশ অমান্য করায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে জাতীয় পরিবেশ আদালত। 

শুধু তাই নয়, দু' সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে প্রতিমাসে আরও ১ কোটি টাকা করে জরিমানা গুণতে হবে সরকারকে।

পরিবেশবিদ সুভাষ দত্ত হাওড়া এবং কলকাতার বায়ুদূষণ নিয়ে কয়েকবছর আগে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন। রাস্তায় পিচ গলানো, যানবাহন নিয়ন্ত্রণসহ একাধিক কারণে হাওড়া এবং কলকাতার বায়ুদূষণ দিন দিন বাড়ছে বলে আদালতে অভিযোগ করেছিলেন সুভাষবাবু। তার অভিযোগ ছিল, দূষণ রোধে সরকার সক্রিয় হচ্ছে না। 

মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশ আদালত রাজ্য সরকারকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছিল। কিন্তু সরকার তা অমান্য করে। তাই এদিন সরকারকে ৫ কোটি টাকা জরিমানা করে আদালত।

জরিমানার এই টাকা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জমা দিতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, আগামী বছরের ৮ জানুয়ারির মধ্যে আদালতে তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে

Bootstrap Image Preview