Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview


চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো অনেকে।

আজ বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাংজিয়াকও শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। 

দেশটির স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সরকারি সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ওই বিস্ফোরণের পর ৫০টি গাড়িতে আগুন ধরে যায়।
এদিকে ওই বিস্ফোরণের পর পাশেই থাকা হেবেই শেনগুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কো.-র উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ওই বিস্ফোরণটি তাদের কারখানায় ঘটেনি বলে নিশ্চিত করেছেন হেবেই শেনগুয়ার মালিক প্রতিষ্ঠান ক্যামচায়না।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে দমকলবাহিনী।
রাজধানী বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত এই ঝাঙজিয়াকো শহর। ২০২২ সালে রাজধানী বেইজিংয়ের সঙ্গে এই শহরেও শীতকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চীনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। সেখানে প্রায় বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। ২০১৫ সালের আগস্ট মাসে দেশটির একটি বন্দরনগরী তিয়ানজিনে এক রাসায়নিক গুদামঘরে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিল।

Bootstrap Image Preview