Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরদোয়ানের সাক্ষাতের জন্য অনুরোধ যুবরাজ সালমানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১০:১৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১০:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাক্ষাত পেতে তাকে ফোন করে অনুরোধ করেছেন সমালোচনার মুখে কোণঠাসা হয়ে পড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আগামী ৩০ নভেম্বর থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে শিল্পোন্নত ২০টি দেশের জোট (জি টুয়েন্টি) এর দুইদিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম হাবের-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরদোয়ান ওই সম্মেলনে সৌদি যুবরাজ বা সৌদি কোনও কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন না।

এবারও কাভুসোগলু বলেছেন, ‘এই মুহূর্তে যুবরাজের সঙ্গে দেখা করার কোনও কারণই নেই।  

 

যুবরাজ সালমান এরদোয়ানকে ফোন করেছেন বলে নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সৌদি যুবরাজ সালমান এরদোয়ানকে ফোনে অনুরোধ করে বলেছেন বুয়েন্স আয়ার্সে তাদের সাক্ষাত সম্ভব কি না।’ জবাবে এরদোয়ান বলেছেন, ‘দেখা যাক কি হয়।’

মঙ্গলবার জার্মানির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আরও বলা হয়, তুরস্ক মনে করছে এ মুহূর্তে যুবরাজ সালমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক করার যৌক্তিক কোনো কারণ নেই।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ সালমান চলতি সপ্তাহের শেষে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। কিন্তু গত ২ অক্টোবর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে সাংবাদিক ও কলাম লেখক জামাল খাশোগি হত্যায় জড়িত সন্দেহে বেশ চাপে রয়েছেন সালমান।

Bootstrap Image Preview