Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘হাইসিস’ ও ৩০ বিদেশি উপগ্রহ মহাকাশে পাঠাবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:২০ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভূ-পর্যবেক্ষণের জন্য ভারতের একটি শক্তিশালী উপগ্রহ ‘হাইসিস’ এবং ৩০টি বিদেশি উপগ্রহ বৃহস্পতিবার মহাকাশে পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

অত্যন্ত শক্তিশালী ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি-৪৩’-এ করে সেগুলো পাঠানো হবে। ৩০টি বিদেশি উপগ্রহের মধ্যে ২৩টিই যুক্তরাষ্ট্রের। বাকি সাতটি অন্যান্য দেশের।

বৃহস্পতিবার দেশের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের প্রথম উৎক্ষেপণ স্থল থেকে হবে ওই উৎক্ষেপণ।

এর আগে ৪৪ বার পিএসএলভি-সি-৪৩ রকেটে করে বিভিন্ন উপগ্রহকে পৃথিবীর কক্ষপথ বা মহাকাশে পাঠিয়েছে ইসরো।

ইসরো সূত্রের খবর, একই সঙ্গে ৩০টি বিদেশি উপগ্রহকে পাঠানো হলেও এবারের মূল লক্ষ্য, ভূ-পর্যবেক্ষণের জন্য দেশের অত্যন্ত শক্তিশালী উপগ্রহ ‘হাইসিস’-কে মহাকাশে পাঠানো।

Bootstrap Image Preview