Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গোলাম আম্বিয়ার দাফন 

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ মোগলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সৈয়দ গোলাম আম্বিয়া (৯২) মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি......রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। মৃত্যুর কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করে তিনি চিকিৎসাধীন ছিলেন। সদ্য প্রয়াত গোলাম আম্বিয়ার জানাযা একইদিন মঙ্গলবার বাদ আছর দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

জানাযার নামাজের পূর্বে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব-অর্নারে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। পরে মোগলপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। 

জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল। 

Bootstrap Image Preview