Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদকে নিয়ে হাসাহাসি করবেন না, তিনি সত্যিকারভাবে অসুস্থ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সত্যিকারভাবে অসুস্থ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এরশাদকে নিয়ে কেউ হাসাহাসি করবেন না।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরশাদ সাহেব রাজনৈতিক অসুস্থ নয়, তিনি সত্যিকারভাবে অসুস্থ, তাকে নিয়ে হাসবেন না। হয়তো তাকে সিঙ্গাপুরও নেওয়া হতে পারে। তার বয়স ৯২ বছর।’

এ সময় খালেদা জিয়ার রায়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার রায়ের বিষয়টি সম্পূর্ণ আদালতের ব্যাপার। এখানে সরকার কিংবা আওয়ামী লীগের হস্তক্ষেপ নেই। আর মামলাটি আমরা করিনি।’

ঐক্যফ্রন্ট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন দলছুট নেতাদের নিয়ে ঐক্যফন্ট করেছে। নতুন নতুন লোক আসছে, এদের কি জনগণের সাথে সম্পর্ক আছে? এরকম একশো পাঁচশ নেতা আসলেও আওয়ামী লীগ ভয় পায় না। কারণ আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘পদত্যাগ কি মামার বাড়ির আবদার? রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এখানে আওয়ামী লীগেরও আছে আবার বিএনপিরও আছে। আওয়ামী লীগের সাবেক নেতারা যারা বিএনপি ও ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন তারা মনোনয়ন না পাওয়ায় যোগ দিচ্ছেন। এরা চলে যাওয়াই ভালো।’

তিনি বলেন, রাজনৈতিক কৌশলের কারণে মহাজোটের শরিকদের এখনো তালিকা প্রকাশ করা হয়নি।

এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এতে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Bootstrap Image Preview