Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবি উপাচার্যের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:২২ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকাস্থ সৌদি দূতাবাসে তিনি এ সাক্ষাত করেছেন বলে জানিয়েছেন, ভিসির একান্ত সচিব (পিএস) রেজাউল করিম রেজা। 

তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবের রাষ্ট্রদূত সাথে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতকালে সৌদি আরবের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সমূহের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক সহযোগীতা এবং বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ইনস্টিটিউট খোলার বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।

আলোচনা শেষে সৌদি রাষ্ট্রদূতকে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান উপাচার্য।

Bootstrap Image Preview