Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বয়স নিয়ে সমালোচনা জবাব দিলেন নাঈম নিজেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন টাইগার দলের সব থেকে জুনিয়র খেলোয়াড় নাঈম হাসান। এতো অল্প বয়সে এমন দুর্দান্ত পারফম্যান্সে নজর কেড়েছেন সবার। খাতা কলমে নাঈমের বয়স ১৮ হতে এখনো  ৬ দিনের মত বাকি আছে। কিন্তু ইতোমধ্যে  সামাজিক যোগাযো গমাধ্যমে তাঁর বয়স নিয়ে নানান মন্তব্য এসেছে। যার জবাব দিয়েছেন নাঈম।

২০১৭ সালের ৩ জানুয়ারী প্রথম শ্রেনীর  ক্রিকেটে নাঈমের অভিষেক হয়। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এই পর্যন্ত ১৬টি প্রথম শ্রেনীর  ক্রিকেটে খেলেছেন তিনি। শুধু তাই নয়, দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে  ও বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন।

চট্টগ্রাম টেস্টে চোখ ধাধানো পারফম্যান্সের পর আলোচনায় আসে এই স্পিনারের বয়সের বিষয়টি। যা চোখে পড়েছিলও নাঈমের। সম্প্রতি দেশের শীর্ষ জাতীয় পত্রিকায়  দেয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন নাঈম। 

তিনি  বলেন, ‘ফেসবুকে অনেকে আমার বয়স নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। কষ্টও পেয়েছি একটু। যা হোক, সবার প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাই, আমাকে পাঁচ বছরের আগে স্কুলে ভর্তি করা হয়েছিল, নার্সারি-কেজি এসব না পড়িয়ে সরাসরি প্রথম শ্রেণিতে। আমি যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলি, তখন আমার বয়স ১৭। তখনই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন আমার আঠারো বছর হতে কয়েক দিন বাকি।'

উল্লেখ্য,  ডিসেম্বরের ২ তারিখ নাঈমের জন্মদিন। পূর্ণ হবে ১৮ বছর। সব ঠিক থাকলে জন্মদিনের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খলতে মাঠেই থাকবেন নাঈম।  

Bootstrap Image Preview