Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে ধানের শীষ ছেড়ে ছাতা নিয়ে লড়বেন কর্নেল অলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


ধানের শীষ নিয়ে নয়, দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ।

গতকাল সোমবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ড. অলি আহমদ

তিনি বলেন, এলডিপি জোটের কাছে ১১টি আসন চেয়েছে। আমি ছাড়া অন্যরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে।

অলি আহমদ আরও বলেন, দলের নিবন্ধন টিকিয়ে রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করতে এটাও একটা কারণ।

প্রতীকের ব্যাপারে অলি আহমদ আরও বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে আমি ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছিলাম। এলাকার মানুষের কাছ থেকে যে সম্মান পাচ্ছি তা রক্ষার জন্য আমার দলের ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের কাছে এই প্রতীক খুব পরিচিত।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম এই নেতা চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচন করবেন।

উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অলি আহমদ নতুন দল এলডিপি গঠন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন।

Bootstrap Image Preview